ঢাকা, বুধবার, ৮ মে, ২০২৪

গাজীপুরে মা-মেয়েকে গাছে বেঁধে নির্যাতন, গ্রেপ্তার ২

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের সিরাজপুর এলাকায় সুদের টাকা আদায় করতে বিধবা মা ও স্কুলে পড়ুয়া মেয়েকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনায় আরও দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে গাজীপুর সদরের জয়দেবপুর থানার পিরোজ আলী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দুই নারীর নাম মোক্তা ও শিল্পী। তাদের বাড়ি কালিয়াকৈর সিরাজপুর এলাকায়।


কালিয়াকৈর থানার ওসি মনোয়ার হোসেন জানান, দিবাগত রাত ৩টার দিকে গাজীপুর সদরের জয়দেবপুর থানার পিরোজ আলী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।


এর আগে গত বৃহস্পতিবার বিকালে নির্যাতনের শিকার মমতাজ বেগম কালিয়াকৈর থানায় একটি অভিযোগ করেন। শুক্রবার দুপুরে ওই ঘটনার সঙ্গে জড়িত মূলহোতা সবুজ নামে একজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সবুজ (৫০) উপজেলার সিরাজপুর এলাকার মৃত মুক্তার আলীর ছেলে।


ভুক্তভোগীরা হলেন, কালিয়াকৈর উপজেলার সিরাজপুর এলাকার ৩০ বছর বয়সী বিধবা নারী ও তার ১৬ বছর বয়সী স্কুল পড়ুয়া মেয়ে। ওই ঘটনায় বিধবা নারী বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে কালিয়াকৈর একটি মামলা করেন। মামলার আসামিরা হলেন- চালক আব্দুল গফুর, মনির, রিপন, শিল্পি, মুক্তা, শহীদ, কুলছুম ও নয়ন সিকদার। এদিকে সবুজ এজাহারভুক্ত আসামি না হলেও কালিয়াকৈর থানার ওসি ঘটনাস্থল পরিদর্শনকালে ওই ঘটনায় তার সম্পৃক্ততা পেয়ে তাকে আটক করে।


ঘটনার পরিকল্পনাকারী ও ইন্ধনদাতা হিসেবে সবুজকে মামলায় আসামি করা হবে বলে জানিয়েছে পুলিশ। গাজীপুর অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ads

Our Facebook Page